Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিটাক, চট্টগ্রাম পরিচিতি

বিটাক চট্টগ্রাম পরিচিতি

শিল্প ক্ষেত্রে কারিগরি আনের প্রসার, বৃদ্ধ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরী, কারিগরি নকশা প্রণয়ন, শিল্প কারখানার রক্ষণাবেক্ষণে আধুনিক কলা কৌশল প্রবর্তনের লক্ষ্যে ইন্ডাষ্ট্রিয়াল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার (আই.ডি.সি) এবং ইন্ডাষ্ট্রিয়াল প্রডাকটিভিটি সার্ভিসেস (আই.পি.এস) নামক দুইটি সংস্থাকে একত্রিত করে ১৯৬২ সালে তৎকালীন পিটাক বর্তমানে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) একটি স্বায়ত্বশাসিত সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়। বিটাক এর চট্টগ্রাম কেন্দ্রটি ২৯ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। জনবল এবং উৎপাদন কার্যক্রমের দিক থেকে এটি বিটাকের দ্বিতীয় বৃহত্তম আঞ্চলিক কেন্দ্র।


চট্টগ্রাম শহরের এ কে খান বাস স্ট্যান্ড হতে ১.৫ কিঃমিঃ দক্ষিণ পশ্চিমে এবং জহুর আহম্মেদ চৌধুরী আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম হতে ০.৫ কি:মি পূর্বে সাগরিকা রোড সংলগ্ন ৪.১২ একর সমতল ভূমির উপর সবুজ গাছপালা পরিবেষ্টিত এক মনোরম পরিবেশে বিটাক, চট্টগ্রাম কেন্দ্র অবস্থিত। নিটাক, চট্টগ্রাম কেন্দ্রে তিনতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, মেশিনসপ-১, মেশিনসপ-২. হিটট্রিটমেন্ট, ফাউন্ড্রি সপ, ষ্টোর বিল্ডিং, দ্বিতলা ছাত্রাবাস, নিরাপত্তা ও টাইম অফিস ভবন, সিকিউরিটি শেড, গ্যারেজ ও ড্রাইভার শেড, ১০তলা বিশিষ্ট ০১টি ছাত্রী হোস্টেল, বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর রুম এবং ইবাদতখানা রয়েছে। এছাড়াও রয়েছে একটি সুসজ্জিত খেলার মাঠ।


স্থাপনা সমূহের ভূমির আনুমানিক আয়তন ২.০০ একর এবং খালি জায়গার আনুমানিক আয়তন ২.১২ একর। খালি ভূমিতে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষ।